জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র দেওয়া বানভাসিদের জন্য ত্রাণ- সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল বানভাসি অসহায় ও দুঃস্থদের মাঝে চাউল, শিশুখাদ্য, গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ৯ নংকালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে-
শুক্রবার (২৪ জুন) সকাল ৯ টা হতে দুপুর পর্যন্ত কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদ হতে কালিয়া হরিপুর ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ৬নং ওয়ার্ডের পাইকপাড়া, ৭ নং ওয়ার্ডের ছাতিয়ানতলী,মোড়গ্রাম, বেলুটিয়া ও ৯নং ওয়ার্ডের বিয়ারা, ছোটপিয়ারী সাপড়ি, রামগাঁতী, ঘোনাপাড়ার বানভাসি ৩৫০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল,
গরু পালনকারী ১০ জনের মধ্যে ১বস্তা করে গো খাদ্য এবং ২০ টি শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে ত্রাণের চাউল বিতরণ করেন, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর সেখ। এসময় উপজেলা শিক্ষা অফিসের শিক্ষা অফিসার (ট্যাগ অফিসার) মোঃ আক্কাস আলী, সদর উপজেলা পিআই অফিসের সেকশন কর্মকর্তা রাকিব, কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ নূরুল হক, মোঃ রফিকুল ইসলাম রফিক, ফাহমিদা খাতুন মনি, রেখা খাতুন উপস্থিত ছিলেন এবংইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ একটি টিম ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।