গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জের ইশ্বরপুর গ্রামে একটি পুকুর খনন করতে গিয়ে প্রাচীন মূর্তি পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ১১ টায় ওই গ্রামের ইউপি সদস্য দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মূর্তি পাওয়ার খবর শুনে আমি কালিগঞ্জে থানার ওসি সাহেবকে ফোন করেছি। ওসি সাহেব ঘটনাস্থলে একজন পুলিশ পাঠিয়ে মূর্তিটি উদ্ধার করেছে।
উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মতিউর রহমান ছেলে শেখ ফরিদ মিয়া (২২) জানায়, গত বুধবার আমার পুকুর খননের কাজ করা হয়। তখন মাটি কাটার সময় কোদালে একটা শব্দ হয়৷ পরে দেখা গেছে মাটির নিচে একটা মূর্তি। এটা সাথে সাথে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত মুর্তিটি প্রাচীন বিষ্ণুমূর্তির বলে মনে হয়েছে। মুর্তিটির উচ্চতা আনুমানিক ১১ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১ কেজি ১৬৩ গ্রাম। পরে এ ঘটনা স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে স্বর্ণকারদের খবর দিয়ে তা পরীক্ষা করা হয়েছে। এটি তামা-পিতলের তৈরি বিষ্ণুমূর্তি বলে জানা গেছে। মূর্তিটি আদালতে পাঠানো হবে।
এ ঘটনা নিয়ে কালিগন্জে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মূর্তির ছবি দিয়ে বিভিন্ন জনকে স্ট্যটাস দিতে দেখা গেছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।