প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৪, ১:২২ অপরাহ্ণ
কাশিমপুরে ফাঁকা গুলি ছুড়ে সোনা ও টাকা ছিনতাই, আহত-২

ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীকে আহত করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করেছে একদল ছিনতাইকারী। গাজীপুরের কাশিমপুরে নামা বাজার এলাকায় গতকাল বুধবার রাত সাড়ে দশটার সময় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন দুইজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মিতু জুয়েলার্সের মালিক অনুপ কুমার দে ও সবজি বিক্রেতা মো: জাহিদুল ইসলাম। উভয়ের বাসা নগরীর কাশিমপুর থানাধীন নামা বাজার এলাকায়।
প্রতক্ষ্যদর্শীরা বলেন,অনুপ কুমার দে দীর্ঘদিন ধরে
কাশিমপুর নামা বজার এলাকায় স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মিতু জুয়েলার্স। প্রতিদিন তিনি দোকান শেষ করে মজুদ করা স্বর্ণলংকার ও নগদ টাকা নিয়ে বাসায় যান। গতকাল বুধবার রাতে বাসায় যাওয়া সময় আগে থেকে ওত পেতে থাকা একটি ছিনতাইকারী দল তার উপর হামলা চালায়। পরে অনুপ কুমার দে হাতে থাকা নগদ দুই লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এসময় জনমনে আতংক সৃষ্টি করতে কয়েটি ফাঁকা গুলি ছুড়ে। ওই গুলিতে জাহিদুল ইসলাম নামে এক সবজি বিক্রেতা গুলিবিদ্ধ হন।
এসময় মিতু জুয়েলার্সের মালিক অনুপ কুমার দে সামান্য আঘাতপ্রাপ্ত হন। পরে তাদের উদ্ধার করে আশুলিয়ায় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে সবজি বিক্রেতা জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে রেফার্ড করা হয়।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ইসলাম জানান, স্বর্ণ ব্যবসায়ী অনুপ কুমার দে তার ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে বাসায় যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা একদল ডাকাত তার উপর হামলা করে। এসময় তার সাথে থাকা নগদ আনুমানিক দুই লক্ষ টাকা ও ৮/১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জানান, এঘটনায় এখনো পর্যন্ত কোন পামলা হয়নি। তিনি বলেন,আশেপাশে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে খুবই দ্রুতই ছিনতাই কারীদের শনাক্ত করা সম্ভব হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.