প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৪, ৬:০২ অপরাহ্ণ
কাশিমপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
"বিজ্ঞান হোক সবার বিজ্ঞানের বিস্ময় পৌঁছে যাক ঘরে ঘরে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাশিমপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার গাজীপুর সিটি করপোরেশন এর কাশিমপুরের সুলতান মার্কেট এলাকায় গোল্ডেন লাইফ স্কুল এন্ড কলেজে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
এসময় মেলায় চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০ টি প্রদর্শনী স্টল এর আয়োজন করা হয়। এছাড়াও মেলায় মহানগরীর বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,সৌর জগতের পরিচয়,ভূমিকম্প সতীকরণ প্রযুক্তি,সৌর প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন,এলপিজি গ্যাস তৈরি,বঙ্গবন্ধু স্যাটেলাইট ও রকেট তৈরি,বায়ু গ্যাস,পানি চক্র তৈরি,বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন,বাড়ি বস্তু উঠান নামার জন্য ক্রেন তৈরি,বিদ্যুৎ সাশ্রয়ী জীবন ধারণ, সৌরজগতের গঠন এর কার্যক্রম, প্রত্যাশিত নগর, পরিবেশ সুরক্ষার মডেল, বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, উন্নত স্বাস্থ্য প্রকল্প, স্মার্ট সিকিউরিটি, সৌর চুল্লি, স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে ক্ষুদে বিজ্ঞানীদের চিন্তা ভাবনা, স্মার্ট এন্ড ডিজিটাল বাংলাদেশ, ট্রেনে অগ্নি নির্বারক প্রকল্প প্রদর্শন করা হয়।
এসময় মেলায় প্রদর্শনী স্টল পরিদর্শন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আতাউর রহমান,গোল্ডেন লাইফ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হাজী আব্দুস সালাম মিয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.