প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২২, ৫:০০ অপরাহ্ণ
কাশিমপুর কারাগারে বন্দি হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে।শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। মারা যাওয়া বন্দী হলেন, মুন্সিগঞ্জের টংগীবাড়ি থানার বরুন্দা এলাকার মৃত শফিক উদ্দিনের ছেলে শাওন মাহমুদ রতন (৩৯)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আমিরুল ইসলাম। জেল সুপার জানান, রাত পৌনে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি অবস্থায় শাওন মাহমুদ রতন বুকে ব্যথা অনুভব করে। এ সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ কারাগারে তার হাজতি নং-১৬৬১/২২। তিনি আরও জানান, তার বিরুদ্ধে শেরে বাংলা নগর থানার মামলা নং ৩টি মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.