প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৩, ৬:৪৪ পূর্বাহ্ণ
কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হাবিবুর রহমানের (৬২) মৃত্যু হয়েছে। তিনি শেরপুর জেলার শ্রীবর্দী থানার উত্তর সাত কাঁকরা গ্রামের আকিম উদ্দিনের ছেলে। গতকাল (১৯ জানুয়ারি) বিকেলে তিনি মারা যান। বিজয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
তিনি জানান, শেরপুর জেলার শ্রীবর্দী থানার ফৌজদারি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে এ কারাগারে ছিলেন। দুপুরে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরেতাকে কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন বিকেলে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে জানান ওই কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.