প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৩, ১১:৩৩ অপরাহ্ণ
কাশিমপুর কারাগারে শুক্কুরের ফাঁসি কার্যকর

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রোববার রাত ১০টা ১ মিনিটে ফাঁসিতে ঝুঁলিয়ে শুক্কুর নামে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শুকুরের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় ধর্ষণ ও হত্যার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল। (নং-২৬(০৩)০৪, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ এর ৩ ধারা) তিনি আসামী ছিলেন। ওই মামলায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুষ্ঠিয়া কর্তৃক মৃত্যুদন্ডপ্রাপ্ত হন। পরে ২০১৮ সালের ১৬ আগস্ট তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত ১৯ ডিসেম্বর সুপ্রীম কোর্ট কর্তৃৃক মৃত্যুদন্ড রায় প্রদান করায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত বন্দি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপতি ওই আসামীর প্রাণ ভিক্ষার আবেদন না-মঞ্জুর করেন।পরে সকল আইনি প্রক্রিয়া শেষে জেল কোড অনুসারে রোববার রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।
ফাঁসির আসামির নাম শুক্কুর (৩৯) তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার লালনগর গ্রামের খায়ের উদ্দিনের ছেলে। কারাগারে তার কয়েদিনং ৩৯৮০/এ।
ওই কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা ফাঁসি কার্যকর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত্যুদন্ড কার্যকর করার সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজয়ান আহামেদ, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান, সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, জেলার লুৎফর রহমানসহ অন্যরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.