গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় কারা ফটকের আরপি চেকপোস্টে এক দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষী। আটকের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে ১০ টার দিকে আটক করা হয়। আটকের পর তাকে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানায় পাঠানো হয়।
আটককৃত হলেন, ঢাকার বাড্ডা লিংক রোড এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা।
কারাসূত্রে জানা যায়, শনিবার সকালে কাশিমপুর কারাগারের আরপি চেকপোস্ট দিয়ে প্রবেশের সময় সোহেলকে সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ২ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটকে রেখে কোনাবাড়ি থানায় খবর দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ হতে জামিনপ্রাপ্ত ফারুক হোসেন নামে এক আসামিকে নেওয়ার জন্য কারাগারে এসেছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, কারগার সূত্রে খবর পেয়ে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।