মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের পাটেশ্বরীতে কমিউনিটি নেতা, স্বাস্থ্য ও সমাজকর্মী, শিশু ফোরামের সদস্য এবং যুব ফোরামের সদস্যসহ স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারী ২০২৫ইং (মঙ্গলবার) দুপুর ২ঘটিকায় পাটেশ্বরী বাজার প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোগডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভোগডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আহসানুল হক, এনজিও কর্মী কাজল কুমার, মহিলা ইউপি সদস্য রোসনা বেগম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর রোকনউদ্দৌলা ও খোরশেদুল ইসলাম।বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।