দৌলতপুর উপজেলার ঝাউদিয়াতে গরু মোটাতাজাকরণ খামার করে সফলতা পেয়েছেন মোঃ শাহীন আলী।
ছোট বেলা থেকেই শখ ছিল গরুর খামার করার। তাই শখের বসে গরু মোটাতাজাকরণ খামার করে এখন তিনি ওই এলাকার একজন সফল খামারী।
কোরবানীর পশুর হাট কাঁপাতে আসছে ১২ লক্ষ টাকা দামের ৩০ মণ ওজনের বিশালাকৃতির কালুবাবু প্রায় ৩০ মণ ওজনের বিশাল আকৃতির গরু লালন পালন করে রীতিমতো সাড়া ফেলেছে দৌলতপুরের প্রান্তিক এক কৃষক পরিবার আদর করে গরুটির নাম রাখা হয়েছে কালুবাবু।
এই পশুটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসছে উৎসুক জনতা সংখ্যক ক্রেতারা।
কুষ্টিয়ায় প্রতিবছরের মতো এবারও কোরবানীর ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা তবে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নে ঝাউদিয়া গ্রামে প্রায় ৩০ মণ ওজনের বিশালাকৃতির গরু লালন পালন করে রীতিমতো সাড়া ফেলেছে মোঃ শাহীন আলী নামে এক কৃষক। তারা এই গরুটির নাম দিয়েছে কালুবাবু , কালুবাবুর মোট দৈর্ঘ্য ১০ ফুট এবং উচ্চতা সাড়ে ৬ ফুট ভালো দাম পেলে এবার ইদেই এই গরুটি বিক্রি করতে চায় এই খামারি পরিবারটি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।