মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ রিটায়ার্ড আর্মড ফোর্সেস সোলজারস্ ওয়েলফেয়ার সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার কার্যকারী কমিটি পুর্ণঃগঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত) সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল মজিদ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত) মেজর আব্দুস সালাম।
সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) মোঃ সফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্যসহ জেলা ও উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা।
সভায় সর্বসম্মতিক্রোমে বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল মজিদ সভাপতি, সার্জেন্ট মোঃ সফিকুল ইসলাম সিনিয়র সহসভাপতি, ল্যান্স কর্পোরেল মোঃ তাজুল ইসলাম সাধারণ সম্পাদক, ল্যান্স কর্পোরেল মোঃ ইসমাইল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ও সার্জেন্ট মোঃ রহমান আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা কমিটি পূর্নঃগঠিত হয়।
সভায় বক্তব্যরা বলেন, সশস্ত্র বাহিনীর ন্যায় সিভিল সমাজে নিজেদের মধ্যে সর্বোচ্চ শৃঙ্খলাবোধ, ভাতৃত্ববোধ ও সহমর্মিতার গুণাবলি বজায় রেখে পরস্পরের কল্যাণে কাজ করার আহবান জানান তারা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।