ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৩০মে) সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর মেইন বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ও পৌর মেইন বাজার অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করা হয় । পরে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণার বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস. কে এম সালাহ্উদ্দিন বুলবুল সিডল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সদস্য আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইকরামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া, উপজেলার যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন, সদস্য সচিব হুমায়ূন কবির হিরা, পৌর ছাত্র দলের সদস্য সচিব ফজলে রাব্বি, কলেজ ছাত্র দলের আহ্বায়ক শাওন প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্র দল, সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া শেষে মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ নুরুন্নবী আশিকি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।