ঝিনাইদহের কোটচাঁদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হজরত আলী (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে। আহত হজরত আলী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ফাজিলপুর গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।
আহতের স্ত্রী শাহানারা খাতুন রবিবার সাংবাদিক দের বলেন, আমার স্বামীর কাছ থেকে সাথী খাতুন গত দুইমাস আগে ১৬০০ টাকা ধার হিসেবে নেই কয়েকদিন পরে দেবে বলে । আর্থিক সমস্যার থাকার কারনে আমার স্বামী টাকা চাইতে গেলে, বলেন আমার যখন সময় হয় তখন তোকে টাকা দেব। আমার স্বামী বার বার অনুরোধ করে বলা সত্বেও টাকা দেইনি। ফিরে চলে আসে বাড়িতে,পরে সবুজ হোসেন, পিতা ইদ্রিস আলী। আলোমতি স্বামী, ইদ্রিস আলী। সাথী খাতুন, স্বামী শাহার আলী।শাহার আলী, পিতা মহি উদ্দীন, মহি উদ্দীন পিতা মৃত রহিম বক্স।
দলবদ্ধ ভাবে রাম দা,লোাহার রড, এবং খেজুরের খান্দি নিয়ে এসে আমার ঘরে ঢুকে আমার ও আমার স্বামী হযরত আলীকে বেধড়ক মারধোর করে। শুধু তাতেই ক্ষ্যান্ত হননি ঘরের ভিতরের জিনিসপত্র ভাঙচুর করে ২০,০০০ হাজার টাকা ও কানের দুল খুলে নেই।আমার স্বামী এখন মৃত্যু শয্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং আমার স্বামীর মুখে থাকা রাসুলের সুন্নত দাড়ি ছিড়ে ফেলে সন্ত্রাসী সবুজ।
এবিষয়ে গুড় পাড়া পুলিশ ফাঁড়ির এ,এস,আই মোঃ হুমায়ন হোসেন এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে পাঁচ জনের নামে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলমান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।