গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে সরকারি চাকুরীতে সর্বক্ষেত্রে কোটা পুনঃবহালের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় একযোগে গত মঙ্গলবার ১০ অক্টোবর এ কর্মসূচি পালিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক সেলিম রেজার নির্দেশনায় স্বারকলিপি প্রদানে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা সন্তান ও কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি রফিকুল ইসলাম বাবলা। উপস্থিত ছিলেন, লুৎফর রহমান , মিলন রহমান, মাহমুদ এঞ্জেলসহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।