প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৫:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ
কোটা সংস্কারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুর জেলা সংবাদদাতাঃ কোটা সংস্কারের দাবিতে সারাদেশের ন্যায় গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার ১৬ই জুলাই দুপুর সাড়ে ১২ টার সময় মোহাম্মদ ইমারত হোসেন আরিফ কলেজের সাধারণ শিক্ষার্থীরা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসে। এ সময় তারা কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ফলে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারীরা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীরা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে হামলা চালিয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে জানান শিক্ষার্থীরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা পৌনে তিনটার সময় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নাদি-উজ-জামান জানান,কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা শিক্ষার্থীদের বুঝালে তারা রাস্তা থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.