গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে ইয়াবা সহ মমিন মিয়া (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ৮ টার সময় মহানগরীর দেওয়ালিয়াবাড়ী কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মমিন মিয়া গাইবান্ধা জেলার সদর থানার লেঙ্গা বাজার এলাকায় মোঃ নুরু হোসেন এর ছেলে। সে দেউলিয়াবাড়ী ভান্ডারির গলি মনির এর বাসার ভাড়াটিয়া।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।