গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে মোঃ জসিম মিয়া (৩৬) নামে এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তাকে মহানগরীর আমবাগ পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জসিম কোনাবাড়ি থানাধীন আমরা পশ্চিমপাড়া এলাকার মোঃ ছামাদ মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন,সে দীর্ঘদিন ধরে কোনাবাড়িসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তিনি বলেন, গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে কোনাবাড়ি থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।