প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ণ
কোনাবাড়িতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর জেলা সংবাদদাতা:
গাজীপুরের কোনাবাড়ীতে বুলবুলি (১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) রাত সোয়া ৯ টার সময় কোনাবাড়ি থানাধীন পেয়ারাবাগান এলাকায় বাবুল শিকদার এর বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ি থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
নিহত বুলবুলি সিরাজগঞ্জ জেলার সদর থানার বাহুফা গ্রামের মোঃ ফজল শেখ এর মেয়ে। একই গ্রামে পারিবারিকভাবে বিয়ে হয় বায়েজিদ আনন্দের সাথে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে ভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল তাদের। গতকাল সন্ধ্যার সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে তার স্বামী বাসায় রেখে মুদি দোকানে চলে যায়। রাত পৌনে ১০ টার সময় বাসায় এসে রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখতে পায় তার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে ধরনার সাথে ঝুলে আছে। পরবর্তীতে ওই গৃহবধূর স্বামী চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। তাদের সহয়তায় ওড়না কেটে নিচে নামান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন জরুরি সেবা- ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে লাশ হেফাজতে নেন। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ির থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, এঘটনায় ওই গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.