প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ণ
কোনাবাড়ীতক ইয়াবাসহ মাদককারবারি আটক
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ নাজমুল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০ টার সময় তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ী থানাধীন আমবাগ ১১ নং ওয়ার্ডে কমিশনার মার্কেট এর সামনে থেকে আটক করা হয়।
আটককৃত নাজমুল হোসেন, মিতালি ক্লাব এলাকার সাদেক আলীর ছেলে। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ টি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কোনাবাড়ী থানাধীন এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বলেন, সে দীর্ঘদিন ধরে কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও তার বিরুদ্ধে দুইটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.