কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ীতে অজ্ঞাত এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দুপুরে মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঈদগাহ মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নবজাতকটি ভূমিষ্ঠ হওয়ার পর দেওয়ালিয়াবাড়ী ঈদগাহ মাঠের পাশে ফেলে যায়। স্থানীয়রা নবজাতকের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক মোঃ হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে জিডি মুলে দাপনের অনুমতি দেওয়া হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।