গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশে ওই যুবককে উপুর হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী । পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। ওই যুবকের পরনে সাদা চেকের সার্ট ও সোয়েটার ও জিন্সের প্যান্ট পড়া ছিল। পায়ে মুজা পড়া এবং হাঁটুর সাথে লুঙ্গি পেঁচানো ছিল।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে সিডি আই, পিবি আই আসছে। তারা ফিঙ্গার প্রিন্ট ব্যবস্থা করছে কিন্তু ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।