প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ
কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন
গাজীপুর জেলা সংবাদদাতা: গাজীপুরের কোনাবাড়ীতে ৮ টি বাসার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে কোনাবাড়ী থানাধীন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান চালায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতা এর নেতৃত্বে পরিচালিত হয় অভিযান। এতে অংশ নেওয়া তিতাসের চন্দ্রা শাখার সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ জানান,৮ টি বাসায় অভিযান চালানো হয়। এসময় আদালত অবৈধ চুলা,রাইজার এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে।
এছাড়াও অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৮ বাড়ীর মালিককে ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। চন্দ্রা জোনের অধিনে যতো অবৈধ সংযোগ আছে সে গুলো পর্যায়ক্রমে বিছিন্ন করা হবে জানান তিনি।
অভিযানে আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফা মাহবুব, সহকারী প্রকৌশলী নূর নবী, উপ-সহকারী প্রকৌশলী মো ঃ সাইজুল ইসলাম, মো: শফিকুল ইসলাম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.