গাজীপুরের কোনাবাড়ীতে জুয়া,মাদক, ও আবাসিক হোটেলে পতিতাবৃত্তিসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ বন্দের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ী থানা শাখা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) মহানগরীর কোনাবাড়ী কেন্দ্রীয় জামেমসজিদ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ী থানা শাখার পক্ষ থেকে অসামাজিক কার্যকলাপ বন্ধে পাঁচটি দাবি লিখিত আকারে পেশ করেন।
দাবি সমৃহঃ আবাসিক হোটেল ও বিভিন্ন বাসা বাড়ি ভাড়া নিয়ে যে সমস্ত অসামাজিক কার্যকলাপ চলছে তা অচিরেই বন্ধ করতে হবে। মদ গাঁজা হেরোইনসহ সব ধরনের মাদক বন্ধ করতে হবে।
জুয়া গান বাজনা এ সমস্ত জিনিস রমজানের আগে বন্ধ করতে হবে। এ সকল বিষয় বাস্তবায়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখিত বিষয় যদি বাস্তবায়ন না হয় তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস তাওহীদি জনতাদের নিয়ে কঠিন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ী থানা শাখার সভাপতি মুফতি শেখ বেলাল মাহমুদী,সাধারণ মুফতি আব্দুস সালাম বিন আখতার,সাংগঠনিক সম্পাদক মুফতি আল আমিন সাদি ও কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।