গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে একদিনের ব্যবধানে আরও এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ফেব্রুয়ারী) সকাল টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন-সুরুজ মিয়া (৪৫) শেরপুর জেলার নালিতাবাড়ী থানার শখেরকুড়া গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে। তিনি মহানগরীর কোনাবাড়ী থানাধীন ফালু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, কিছু ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেল উপস্থিতি টের কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও সুরুজ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গেল বুধবার দিবাগত রাতে কোনাবাড়ী আমবাগ রোডের সামনে থেকে একজন এবং বাইমাইল এলাকা থেকে আরও দুই জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অভিনব কায়দায় তারা ছিনতাই করে থাকে। প্রথমে কোনাবাড়ী স্ট্যান্ড থেকে কয়েকজন অটোরিক্সায় উঠে। বাইমাইল ব্রীজের কাছাকাছি গেলে অটোরিক্সা থেকে যেকোনো একজন ইচ্ছাকৃতভাবে পায়ের জুতা ফেলে দেয়। পরে ওই জুতা আনার অজুহাতে বাকিরা কৌশলে ছিনতাই করে থাকে।
পুলিশের ওই কর্মকর্তা জানান ,এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।