গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) রাত ১১ টার সময় মহানগরের কোনাবাড়ী আমবাগ মিতালী ক্লাব এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন,জামালপুর জেলার সরিষাবাড়ী থানার মহিষা গ্রামের মোঃ ফজল মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৪),একই জেলার আনোয়ার হোসেন এর ছেলে মুরাদ মিয়া (২৩) এবং টাঙ্গাইল জেলার মধুপুর থানার সিরিস্টার গ্রামের জুলহাসের ছেলে হাফিজুল ইসলাম (২০)।
কোনাবাড়ী থানার এ এস আই মো: স্বপন মিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।