গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার সময় কোনাবাড়ী বিসিক শিল্প নগরী এলাকায়
সায়মন সাইনিং ফেব্রিক্স লিঃ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আড়াই ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আশরাফুজ্জামান বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়। অগ্নি কাণ্ডে নিটিং মেশিন, সুতা ও ফেব্রিক্স মালামাল পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৫ কোটি টাকার মালামাল।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।