গাজীপুরের কোনাবাড়ীতে ব্রিস্টল ফার্মা লিঃ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে দগ্ধের ঘটনায় রেদোয়ান আহমেদ হৃদয় (২৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৩ টার সময় তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রেদোয়ান আহমেদ হৃদয় কোনাবাড়ীর হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে।
শনিবার (৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
এর আগে গত ২৮ ডিসেম্বর বিকেল ৪টার দিকে কোনাবাড়ীর বিসিক শিল্প এলাকার ব্রিস্টল ফার্মা লিমিটডের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭),বগুড়ার শেরপুর থানার রাম নগর এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)। তারা সবাই ওই কারখানার শ্রমিক। এদের মধ্যে রেদোয়ান আহমেদ হৃদয় এর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এদিকে হৃদয় এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হৃদয় এর মার আহাজারিতে আশেপাশের বাতাস ভারি হয়ে আসছে। কোন ভাবেই ছেলে হারানোর শোক ভুলতে পারছেন না তিনি। ছেলের কথা মনে করে বারবার মুর্ছা যাচ্ছেন তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।