গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট।
মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৭ টায় আগুন লাগে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর মিরাজুল ইসলাম।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৭ টার দিকে কোনাবাড়ি নছের মার্কেট বার্বুচি মোড়ে থাকা একটু ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ওই আগুন মুহুর্তের মধ্যে আশপাশে থাকা গোডাউনে ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুরের ৩ টি ও ডিবিএল ফায়ার সার্ভিসের ১টিসহ মোট ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসেছে।
মিরাজুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। এখানে বিভিন্ন এক্সসোরিসের দোকান রয়েছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।