সারা দেশের ন্যায় গাজীপুরের কোনাবাড়ীতে অপারেশন ডিবিল হান্ট অভিযানে আ.লীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার
(৯ ফেব্রুয়ারি) দিন ব্যাপী অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর গেল শনিবার রাতে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এনিয়ে কোনাবাড়ীতে এখনো পর্যন্ত দশ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, মহানগরীর ৯ নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান( ৫১),কোনাবাড়ী থানা আ.লীগের সদস্য সমেজ মোল্লা (৪২),কোনাবাড়ী থানা শ্রমিকলীগ
নেতা মোঃ সেলিম সরকার (৪৫), ৮ নংওয়ার্ড আ.লীগের সদস্য মো. মোতালেব হোসেন (৬৫),কোনাবাড়ী থানা আ.লীগের সদস্য মো.শহীদুল ইসলাম ( ৪৩), ৯ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: রাশেদুল ইসলাম বিশাল (৩৬),একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের কোষাধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন (৩৮) এবং কোনাবাড়ী থানা আ.লীগের সক্রিয় সদস্য আব্দুল বারেক (৪০)।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানের ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।