কোনাবাড়ীতে মুদি দোকানে অগ্নি কাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। অগ্নি কাণ্ডে ১৬ টি মুদি দোকান পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ারসার্ভিস। এছাড়াও ৫ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
আজ সকাল সাড়ে ৫ টার সময় কোনাবাড়ী কাঁচা বাজার কলা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর ৪ টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান,আজ সকালে কোনাবাড়ী কাঁচা বাজারে মুদি দোকানে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।







