গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে একটি মুদি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১১ টা ৪০ মিনিটে মহানগরীর কোনাবাডী জরুন এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের (দশতলা) পাশে জান্নাত নগদ ও ন্যায্য মূল্যের বাজার মুদি দোকানে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
জান্নাত নগদ ও ন্যায্য মূল্যের বাজার মুদি দোকান এর মালিক মোঃ জহিরুল ইসলাম তালুকদার বলেন,রাত ১১ টার সময় দোকান বন্ধ করে বাসায় যাই। বাসায় যাওয়ার কিছুক্ষণ পরই শুনি আমার গোডাউনে আগুন লেগেছে।
স্ট্যান্ডার্ড গ্রুপের কোয়ালিটি টেইনার মোঃ খায়রুল ইসলাম জানান,দিনে অফিস শেষে বাসায় যাই। তারাবির নামাজের পর বাসায় বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ বাহিরে হৈচৈ শব্দ শুনে বের হয়ে এসে দেখি জান্নাত ন্যায্য মূল্যের মুদি দোকানের গোডাউনে আগুন জ্বলছে। পরে আমরা সবাই আগুন নেভাতে সহায়তা করি।
স্ট্যান্ডার্ড গ্রুপের ফায়ার সেপ্টি ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড গ্রুপের ডিউটিরত শ্রমিকরা কারখানার ফায়ার হাউস থেকে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ২০ মিনিট এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ আরিফুল হক বলেন,আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।