শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

কোনাবাড়ীতে মোটরসাইকেল এর ধাক্কায়  সাহাবুল নামে এক পথচারীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক / ১৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ জুন, ২০২৫

বাজারে যাওয়ার সময় পিছন থেকে মোটরসাইকেল এর ধাক্কায় সাহাবুল (৪২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৯ টার সময় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী সেন্ট্রাল হসপিটালের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাহাবুল কিশোরগঞ্জ জেলার মিঠামাইন থানার ঢাকি গ্রামের মৃত মনা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতালের সামনে ঢাকামুখী মহাসড়কের উপর দিয়ে ওই পথচারী কোনাবাড়ী বাজারের সম্মুখে হেটে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল ঢাকামুখী যাওয়ার সময় ভিকটিমের শরীরের উপর তুলে দিলে গুরুতর আহত হলয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায় । পরবর্তীতে তার শারীরিক অবস্থার  অবনতি  হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলটিন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর