প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৬:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ২:১২ অপরাহ্ণ
কোনাবাড়ীতে মোটরসাইকেল এর ধাক্কায় সাহাবুল নামে এক পথচারীর মৃত্যু

বাজারে যাওয়ার সময় পিছন থেকে মোটরসাইকেল এর ধাক্কায় সাহাবুল (৪২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৯ টার সময় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী সেন্ট্রাল হসপিটালের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাহাবুল কিশোরগঞ্জ জেলার মিঠামাইন থানার ঢাকি গ্রামের মৃত মনা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতালের সামনে ঢাকামুখী মহাসড়কের উপর দিয়ে ওই পথচারী কোনাবাড়ী বাজারের সম্মুখে হেটে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল ঢাকামুখী যাওয়ার সময় ভিকটিমের শরীরের উপর তুলে দিলে গুরুতর আহত হলয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায় । পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলটিন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.