গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে রাস্তা পারাপারের সময় মোছাঃ নুরী বেগম (৩৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নুরী বেগম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ভেদাইটারী গ্রামের আশরাফুল আলমের স্ত্রী। তিনি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধারনা করা হচ্ছে আজ রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় অফিস ছুটি শেষে বাসায় যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ীর চাপায় ঘটনা স্থলেই ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলটিন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ পাপন হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন,নিহতের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।