প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৩, ৩:২৬ অপরাহ্ণ
কোনাবাড়ীতে সেই অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী দেউলিয়াবাড়ি এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ওই যুবকের লাশের পরিচয় মিলেছে । নিহত হলেন,নওগাঁ জেলার সদর থানার শিমুলিয়া মন্ডল পাড়া গ্রামের মোকবুল হোসেন মন্ডলের ছেলে আলমগীর আল মাসুদ (৪২)। সে কাশিমপুর হাতিমারা এম এইচ কনস্ট্রাকশনের কাজ করতো। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশে ওই যুবককে উপুর হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী । পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। ওই যুবকের পরনে সাদা চেকের সার্ট ও সোয়েটার ও জিন্সের প্যান্ট পড়া ছিল। পায়ে মুজা পড়া এবং হাঁটুর সাথে লুঙ্গি পেঁচানো ছিল।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন,তার সাথে থাকা জাতীয় পরিচয় পত্র এবং ফিঙ্গার প্রিন্ট করে পরিচয় সনাক্ত করা হয়েছে। তার আত্মীয় স্বজন এর সাথে যোগাযোগ করা হয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর রহস্য কি?
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.