প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ণ
কোনাবাড়ীতে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী পলাতক
গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে। রোববার (২৯ জানুয়ারি) ভোর ৪ টার বাইমাইল আলাউদ্দিন মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে । নিহত হলেন, টাঙ্গাইলের গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার মোঃ মাসুদ রানার স্ত্রী আরজিনা এলাইচ লিজা (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার শুপু মিয়ার ছেলে মোঃ মাসুদ রানার সঙ্গে একই থানা এলাকার আনছার আলীর মেয়ে লিজার বিয়ে হয়। কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় বাসা ভাড়া থেকে মাসুদ রানা রং মিস্ত্রী ও লিজা পোশাক কারখানায় চাকরি করতো। রোববার ভোর ৪ টার দিকে চিৎকার ও গোঙানির শব্দে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখে রক্তাক্ত লিজা ছটফট করছে। পরে তারা দ্রুত কোনাবাড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে লিজাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে ওই স্বামীকে আর পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী মাসুদ রানা পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে কোন কারনে মাসুদ রানা তার স্ত্রী লিজাকে গলাকেটে হত্যার পর পালিয়ে গেছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.