গাজীপুরের কোনাবাড়িতে প্রায় দেড় হাজার নারী শ্রমিকের মাঝে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । রবিবার বিকেলে গাজীপুর কোনাবাড়ি মধুমতি ইলেক্ট্রিনিক্স এর সত্ত্বাধিকারী মোঃ সেলিম শেখ এসব ইফতার সামগ্রী বিতরণ করেন । সেলিম শেখের নিজস্ব অর্থ তহবিল থেকে অসহায় নারী শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে মুড়ি, ছোলাবুট, খেজুর , সোয়াবিন তেল বিতরণ করা হয় । সেলিম শেখ জানান, দ্রব্য মুল্যের উর্ধ্বগতির কথা বিবেচনা করে তার ব্যবসা প্রতিষ্ঠানে যেসব শ্রমিক কাজ করে উপহার হিসেবে তিনি এসব বিতরন করেছেন ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।