প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২২, ২:৫৮ অপরাহ্ণ
কোনাবাড়ীতে আবারও ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে আগুন এ যেন নিত্যদিনের ঘটনা। প্রতিমাসেই দুই-একবার আগুনে পুড়ছে ঝুট গোডাউন। রেহাই পাচ্ছেনা আশে পাশে থাকা বসতবাড়ি। সোমবার (৫ ডিসেম্বর) রাত চারটার সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পরে, ডিবিএল ফায়ার সার্ভিসের ১টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ১টি মোট চারটি ইউনিট কাজ করে প্রায় এক ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় কোনাবাড়ী থানা পুলিশ, শিল্প পুলিশ, স্থানীয় লোকজনের সহায়তায় করেন।
পুলিশ জানায়, ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে পাশে থাকা মো. ফজলুল মোল্লার টিনসেট বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তার ২২টি রুমসহ ১০টি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরিফুল জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে, প্রথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি। তদন্ত করে বলা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.