প্রিন্ট এর তারিখঃ মার্চ ১, ২০২৫, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৩, ৪:৩৯ অপরাহ্ণ
কোনাবাড়ীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
দরজায় কড়া নাড়ছে ঈদ। আর এক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদকে সামনে রেখেই শপিংমল গুলেতে জমে উঠেছে ঈদের বেচাকেনা।
গাজীপুরের কোনাবাড়ী অঞ্চলটি শিল্প অধ্যুষিত হওয়ায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারকে বেচে নিয়েছেন ক্রেতারা। শুক্রবার ১৪ (এপ্রিল) গাজীপুরের কোনাবাড়ী শপিংমল গুলোতে ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। যাচাই-বাছাই করে কিনছেন পছন্দের পণ্যটি। সকাল থেকেই লোকসমাগম বেড়েছে। নামি-দামি মার্কেট গুলোতে। রংবেরং ফ্যাশান,একতা টাওয়ার গার্ডেন সিটি,স্বপ্নপুরী,ফেমিলি ফেয়ার,রনু সুপার মার্কেট,মন্ত্রী মার্কেট, বঙ্গ মার্কেট,হকার্স মার্কেট গুলোতে তিল ধরার ঠাই নেই। ঈদকে সামনে রেখে
ক্রেতা বিক্রেতাদের দরদামে মুখরিত হয়ে উঠেছে ঈদ বাজার।
ক্রেতারা বলছেন সপ্তাহের অন্যান্য দিনের কর্মব্যস্ততায় সুযোগ না পাওয়ায় ছুটির দিনে মার্কেট গুলোতে পরিবার পরিজন নিয়ে আসছেন তারা। বিক্রেতারা বলছেন দিন যতই গড়াবে ততোই বাড়বে ভীড়। এছাড়া গত দুই বছরের তুলনায় বেচাবিক্রিও বেশি। রনু সুপার মার্কেটে পূজা বস্ত্রালয়ের মালিক উত্তম কুমার ঘোষ বলেন,বেচাকেনা ভালোই হচ্ছে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকেলে বেচাকেনার চাপ বাড়বে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.