প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৪, ৫:০১ অপরাহ্ণ
কোনাবাড়ীতে ঝুট গুদামে ভয়াবহ আগুন
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট।
আজ বিকেল সোয়া তিনটার দিকে মহানগরের কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকার একটি ঝুটের গুদাম থেকে আগুন সূত্রপাত্র হয়।
খবর পেয়ে ফয়ার সার্ভিস এর ৫ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪/৫টি ইউনিট কাজ করছে। পানির সংকট থাকায় আশপাশের ফায়ার সার্ভিসের স্টেশন থেকে ইউনিট খবর দেয়া হয়েছে, তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করবে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.