প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২২, ৭:০৩ অপরাহ্ণ
কোনাবাড়ীতে নানা আয়াজনে ঈদউল ফিতর উযাপিত
ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে।
সকাল ৮ টা ও সকাল পৌনে নয়টায় কোনাবাড়ি ঐতিহাসিক আমবাগ ঈদগাহ মাঠে দুটি জামাতে প্রায় ২০ হাজার মুসল্লী অংশগ্রহণ নেন। এতে ইমামতি করন, হযরত মাওলানা আতাউল্লাহ বুখারী। ঈদ জামাতে ঈদগা মাঠের সভাপতি মজিবুর রহমান, সম্পাদক খলিলুর রহমান, অত্র ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
এছাড়া মোনাজাতে সব উম্মতে মোহাম্মদির জন্য গুনাহ মাফ চাওয়া হয়েছে। সব মৃত ব্যক্তির কবরের আজাব থেকে মুক্তির দোয়া করা হয়েছে। যে কোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়েছে।
নামাজ শেষে দীর্ঘ দুই বছর পর সবাই কোলাকুলিতে মেতে ওঠেন। করোনার পর এবার কোলাকুলি এবং হাতে হাত মেলাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.