প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২২, ১:১৩ পূর্বাহ্ণ
কোনাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় মারধরের ঘটনায় গ্রেপ্তার-৩

গাজীপুরের কোনাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাদেরকে টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার ধুকেরকুল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার ধুকেরকুল গ্রামের মৃত ওসমান আলীর বড় ছেলে ইয়াকুব আলী(৪০), মেজো ছেলে ইফসুফ(৩৭) এবং ছোট ছেলে আবু সিদ্দিক (৩০)।
অভিযান পরিচালনা করেন জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) সাখাওয়াত ইমতিয়াজ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, মামলা হওয়ার পর তিনজন আসামিকে
গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ গত ২ রা জুন সন্ধ্যা পৌনে ৮ টা সময় দোকান বন্ধ করে রিকসা যোগে ভাড়া বাসায় যাচ্ছিেন তিনি। একই দিনে বিবাদীগণ কোনাবাড়ী থানাধীন হরিণাচালা পারিজাত আমতলা এলাকায় পূর্ব থেকে ওত পেতে থাকে। মামুনের চায়ের দোকানের সামনে আসলে ইসুফরা তিন ভাই পাওনা টাকা চাওয়া এবং পরবর্তীতে টাকা ধার না দেয়ায় রামদা,চাপাতি, ছুরি,লোহার রড দিয়ে রাস্তায় দাঁড়িয়ে গতিরোধ করে। পরে রিক্সা থেকে নামিয়ে মামুনের চায়ের দোকানের ভিতর নিয়ে ইউসুফ রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে কপালে কোপ মারে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ী পপুলার হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায়, তার ইনজুরি গুরুতর হওয়ায় ১৮ টি সেলাই লাগে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.