প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ণ
কোনাবাড়ীতে ফেনসিডিলসহ আটক-২
গাজীপুরের কোনাবাড়ীতে ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় তাদেরকে কোনাবাড়ী আমবাগ রোড এরা পাম্পের সামনে থেকে আটক করা হয়। আটকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার শিংঝাড় গ্রামের মৃত দেলোয়ার হোসেনেরছে লে আশরাফুল আলম ওরফে আশরাফুল ইসলাম (৪০) এবং একই জেলার মোসলেমের ছেলে আব্দুল হাকিম (২২)।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির কাজে ব্যবহৃত
টাচ মোবাইল একটি,বাটন মোবাইল একটি এবং মাদক বিক্রির নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন,এ বিষয়ে তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.