প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে ৫ ঘন্টা ধরে আঞ্চলিক সড়ক অবরোধ

আজ সকাল ৮টার দিকে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ দশতলা আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখেন স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শতাধিক শ্রমিক।
এ সময় রাস্তাজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ফলে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
পথচারী আব্দুল মমিন (৪৫) জানান, আমাকে এখনই হাসপাতাল যেতে হবে কিন্তু সড়কে যানযটে বসে আছি। না যেতে পারছি না সিএনজি ছেড়ে দিতে পারছি।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত মাস ধরে তাদের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। বেতন পরিশোধ করবে বলে একের পর এক নোটিশ দেওয়া হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। আজ সকালে কারখানায় এসে শ্রমিকরা গেট বন্ধ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা কারখানার সামনের আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং যান চলাচল বন্ধ করে দেন।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান বলেন, “শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি।”
অন্যদিকে, স্বাধীন গার্মেন্টস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার কামরুজ্জামান বলেন, “শ্রমিকদের গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আমরা সচেষ্ট আছি। কারখানার অর্থনৈতিক সংকটের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। মালিকের স্ত্রী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ডিরেক্টর (ফাইনান্স)-এর সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.