প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আঞ্চলিক সড়ক অবরোধ

গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা।
আজ সকাল ৮ টার সময় কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ দশতলা আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখে স্বাধীন গার্মেন্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন ওই রাস্তায় চলাচল কারী পথচারী ও গাড়ীর যাত্রীরা।
শ্রমিকরা জানান গত দুই মাসের বকেয়া বেতন না দিয়ে একের পর নোটিশ দিচ্ছে কারখানা কর্তৃপক্ষ। আজ সকালে কারখানায় এসে কারখানা বন্ধ দেখতে পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান,শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়কটি অবরোধ করে রেখেছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.