প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ
কোনাবাড়ীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
গাজীপুরের কোনাবাড়ীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২২" এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ নভেম্বর বিকেলে কোনাবাড়ী বাইমাইল কাশেম কটন মিলস বালুর মাঠে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে প্রথমার্দে কোন দল গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্দের শুরুতেই বন্ধু স্পোর্টিং ক্লাব ইসলামপুরের ০৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার ডিপুর করা গোলে ১ শূন্যতে এগিয়ে যায়। পরে একের পর এক আক্রমণ করলেও গোল করতে বর্থ হয় হলি ডে স্পোর্টিং ক্লাব।
কোনাবাড়ী থানা শ্রমিকলীগের সভাপতির মোঃ জহির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন এর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাসউদ্দীন খোকন। বিশেষ অতিথি হিসেবে কোনাবাড়ী থানা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্না, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হেসেন ভান্ডারী,কোনাবাড়ী থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান বাদশা,কোনাবাড়ী থানা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক আঁখি ইসলাম উপস্থিত ছিলেন ।
এম আর/ ক
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.