প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ণ
কোনাবাড়ীতে বিএনপির মশাল মিছিল
গাজীপুরের কোনাবাড়ীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭ টা সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কোনাবাড়ী কলেজ গেট এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে।
কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন,কেন্দ্রের নির্দেশে অবরোধের
সমর্থনে মশাল মিছিল করা হয়। মিছিলটি কোনাবাড়ী ফ্লাইওভার এর পশ্চিম মাথা থেকে শুরু করে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ।
মশাল মিছিল শেষে রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে পিকেটিং করতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো.মহিউদ্দিন ফারুক বলেন, এমন খবর পাইনি। তবে খোঁজ নিয়ে দেখছি কারা
করলো মিছিল।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.