প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৩, ৩:৩১ অপরাহ্ণ
কোনাবাড়ীতে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
আগেরদিন রাতে আজমেরী পরিবহনে আগুন
দেওয়ার ঘটনায় কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ ১৯ জনের নাম উল্লেখ করে প্রায় দুই শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার (২৯ অক্টোবর) আজমেরী বাসের মালিক জামাল হোসেন বাদী হয়ে এই মামল করেন।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,মামলায় অজ্ঞাত আরো
দুই থেকে আড়াই শতাধিক নেতাকর্মীদের মামলা
করেছেন আজমেরী বাসের মালিক জামাল হোসেন।
এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) রাত ৯ টা সময় কোনাবাড়ী কলেজ গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি আজমেরী বাসে আগুন দেয় কিছু দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের আগেরদিন রাত ৯ টা সময় কোনাবাড়ী কলেজ গেট এলাকায় চার
৫ জনের কিছু যুবক এসে দাড়িয়ে থাকা আজমেরী
বাসের গ্লাস ভাংচুর করে। পরে তারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.