প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ
কোনাবাড়ীতে বিদ্যুৎ পৃষ্ঠে শ্রমিকের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে বিদ্যুৎ পৃষ্ঠে বিজয় (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ি নোভা এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ভিতর এ দূর্ঘটনা ঘটে। সে ওই কারখানায় পলি মেশিনের
সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিল।
নিহত বিজয় ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানার পারাইল গ্রামের আ: নোমান এর ছেলে। সে বাবা মার সঙ্গে দেউলিয়াবাড়ী রবি মিয়ার বাসায় ভাড়া থেকে নোভা এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় চাকুরী করতো।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, বিজয় প্রতিদিনের ন্যায় আজকেও সকালে কারখানায় কাজে যোগদান করে। পরে হঠাৎ করে মেশিন এর বৈদ্যুতিক লাইনের শর্ক সার্কিটের মাধ্যমে গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ মেডিকেলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠায়।
নোভা এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার
ফ্যাক্টরী ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, অসাবধানবশত কাজ করার সময় বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এই দূর্ঘটনা ঘটে। আমরা তার পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছি।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবুল ফজল জানান, বিজয় নামে শ্রমিক বিদ্যুৎ পৃষ্ঠে হাসপাতালে আসার আগেই মারা যায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা জানান,দুপুরে খবর পেয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যাই। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.