নোয়াখালী কোম্পানীগঞ্জে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের আয়োজনে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জন করায় সাবেক তিন শিক্ষার্থী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে৷
বৃহস্পতিবার সকাল ১১টায় বসুরহাট নির্ঝর কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
চৌধুরী হাট ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল্লাহ সোহাগ এর সভাপতিত্বে ও সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য ফিরোজ আলমের সন্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক কামরুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেজি শাখার প্রধান শিক্ষক শাহজান ইউসুফ, সাউথইস্ট ব্যাংক বসুরহাট শাখার ম্যানেজার ও এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ আশ্রাফ উদ্দিন রিপন,
সাংগঠনিক সম্পাদক জাহিদ নওশাদ৷
এতে আরো উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম সংবাদ এর উপদেষ্টা মোশাররফ হোসেন সবুজ , সাবেক কৃতি ছাত্র জাবেদুল ইসলাম ও আমিন আল ফারাবী
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির প্রচার সম্পাদক সালমানুর রহমান। এসময় কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল এর সাবেক তিন কৃতি শিক্ষার্থী সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়৷
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।